বিশ্বের প্রাচীন যতগুলো মশলা আছে তার মধ্যে এলাচি একটি ।  অনুমান করা হয় প্রায় ৪০০০ বছর আগে থেকে এর ব্যবহার চলে আসছে ।  “মসলার রানী” হিসাবে পরিচিত এই এলাচি শুধু খাবারের স্বাদ আর গন্ধ বাড়ায় না এতে রয়েছে আরো গুন ।

  • হজম ক্ষমতা বৃদ্ধি করে
  • ব্লাড প্রেশার ও কোলেস্ট্রেল লেভেল কমাতে সাহায্য করে যে কারনে হার্টও ভাল থাকে
  • মুখের দূর্গন্ধ যেমন রোধ করে তেমনি দাঁতে কেভেটি হওয়াকে রোধ করে
  • এ্যজমা রোগীদের শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে
  • ক্যান্সার  প্রতিরোধেও কাজ করে  
  • ক্ষুধা বৃদ্ধি করে
  • যৌন ক্ষমতা বাড়ায় 
  • হিচকি বন্ধ করে
  • গলা ব্যথ্যা কমায়
  • মুখের দাগ কমিয়ে চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি করে
  • এলার্জি কমায়
  • মাথার চামড়ার ও চুলের পুষ্টি জোগায় চুলকে করে তুলে সজীব ঝলমলে

আমরা এলাচি চিবিয়ে খেতে পারি বা গরম পানিতে এবং চায়ে ভিজিয়ে বা অন্য পানীয়তে মিশিয়েও খেতে পারি ।  এলাচির গুড়ো আমরা বিভিন্ন খাবার আর মিষ্ট জাতীয় রান্নাতেও ব্যবহার করতে পারি ।  তবে মনে রাখবেন এলাচির দানা না কিনে খোসাসহ এলাচি কিনবেন কারন খোসাসহ এলাচি অনেক দিন সতেজ থাকে ও এর কার্যকারিতা বেশী থাকে । 

তথ্যসূত্রঃ

https://www.stylecraze.com/articles/health-benefits-of-cardamom/#gref
https://draxe.com/cardamom/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram

This error message is only visible to WordPress admins

Error: No feed found.

Please go to the Instagram Feed settings page to create a feed.